
নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে শহরের ফুড প্যালেস রেস্টুরেন্ট এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
সভায় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম গোল্ডেন, ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠুসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- ইট-ভাটায় কাজ করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। অথচ পরিবেশগত ছাড়পত্র গুটিকয়েক ইটভাটার। সকল শর্ত পূরণ করা সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তারপরও ইটভাটা থেকে সরকার টেক্স ভ্যাট আদায় করে যাচ্ছে। ইটভাটা মালিকদের নানাভাবে হয়রানি করা হয়। ইট ভাটা বন্ধ হলে দেশের অসংখ্য মানুষ বেকার হয়ে পড়বে এবং সরকার রাজস্ব হারাবে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ইট ভাটাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলেও বক্তারা জানান।