
ডেস্ক রিপোর্ট:
ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচার সরকারের ১৩ নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নওগাঁ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় শহরের কেডির মোড়দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তির মোড়ে নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা নানা স্লোগান দিতে থাকেন- “খুনি হাসিনার লকডাউন ,মানি না মানবো না”, “ফাসি ফাসি ফাসি চাই,খুনি হাসিনার ফাসি চাই”, “আগামী কাল সারাদিন, লীগ ধরে থানায় দিন,” ইত্যাদি।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা আওতাধীন অঙ্গ ও সহযোগী সংগঠন, পৌর বিএনপি, থানা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা শ্রমিক দল, জেলা মুক্তিযোদ্ধা দল, জেলা কৃষক দল, জেলা মহিলা দল, জেলা ওলামা দল, জেলা মৎস্যজীবী দল, জেলা তাঁতী দল এবং জেলা সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে বক্তারা বলেন , ১৩ নভেম্বর ঢাকাকে লকডাউন ঘোষণার নামে নতুন করে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ ও সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন।