
ডেস্ক রিপোর্টঃ
বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁয় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠুর নেতৃত্বে শহরের তাজের মোড় থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় দলের নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানান।
নুর-ই-আলম মিঠু বলেন, দেশের মানুষ আজ ন্যায়ের জন্য, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জনগণের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের রূপরেখা।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না। তাই আমরা মাঠে নেমেছি, জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সাঈদ, নওগাঁ জেলা জিয়া ব্রিগেডের আহ্বায়ক আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ হোসেন ও মানিক হোসেন, পৌর জিয়া ব্রিগেডের আহ্বায়ক রাজু আহমদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল ইসলাম রুবেলসহ প্রমুখ।