
ডেস্ক রিপোর্টঃ
নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত কার্যনির্বাহী পরিষদ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ ডিসেম্বর। তবে এই নির্বাচন পরিচালনা বোর্ডের বিরুদ্ধে প্রার্থীতা যাচাই-বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মোমতাজ হোসেন নামের এক ব্যবসায়ী।
অভিযোগকারী মোমতাজ হোসেন এই নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থীতা বাতিল করে নির্বাচন বোর্ড।
নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যনির্বাহী পরিষদ দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, এই নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে সহ-সভাপতি পদপ্রার্র্র্থী নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মোমতাজ হোসেনের মনোনয়ন বাতিল করে নির্বাচন বোর্ড।
তাঁর মনোনয়ন বাতিলের কারণ হিসেবে নির্বাচন বোর্ড উল্লেখ করে, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এবং নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সংবিধি অনুসারে মনোনয়ন দাখিল না করায় মোমতাজ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার মোমতাজ হোসেন নির্বাচনী আপিল বোর্ডে আবেদন করেছেন। আগামী সোমবার আপিল বোর্ডে এ সংক্রান্ত অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে।
মোমতাজ হোসেনের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষিত প্রজ্ঞাপণে বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর ধারা ১৮ (১) ও ধারা ১৯ (খ) এবং নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সংঘবিধি ৩৮ (২) উপধারা অনুসারে চেম্বারের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি পদ ট্রেড গ্রুপের সদস্যের জন্য সংরক্ষিত। এই বিধির আলোকেই তিনি ট্রেড গ্রুপের সদস্য হিসেবে সহ-সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন। অথচ মনোনয়ন বোর্ড তাঁর মনোনয়ন অযৌক্তিকভাবে বাতিল করেছে। মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছে, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এবং নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সংঘবিধি অনুসারে মনোনয়ন দাখিল না করায় মোমতাজ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাণিজন্য সংগঠন বিধিমালা-২০২৫ এবং নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সংঘবিধির কোন ধারা ও উপধারা অনুযায়ী তাঁর মনোনয়নটি বাতিল করা হয়েছে তা উল্লেখ করেননি।
তিনি আরও অভিযোগ করেন, বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ ধারা ২৩ (৪)- এর নির্বাচনী নিয়মাবলী ৯ ও ১১ অনুসরণ না করে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেছে মনোনয়ন বোর্ড। নিয়ম অনুযায়ী প্রার্থী, তাঁর সমর্থক ও প্রস্তাবকের উপস্থিততে মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা। কিন্তু মনোনয়ন তা না করে গোপনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১১ নভেম্বর বিকেলে তাঁদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে। এছাড়া একাধিক প্রার্থী নির্বাচনী নিয়মাবলী অনুসারে মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি। তারপরেও মনোনয়ন বোর্ড তাঁদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে। এই কার্যক্রম বাণিজ্য বিধিমালা-২০২৫ এর নির্বাচনী নিয়াবলীর বহির্ভূত।
পক্ষপাতিত্বের অভিযোগ সম্পর্কে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী পরিষদ দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা বোর্ডের আহ্বায়ক ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম বরেন্দ্রকন্ঠকে বলেন, ‘মোমতাজ হোসেন যে পক্রিয়ায় মনোনয়ন দাখিল করেছেন বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুসায়ী আমরা সাংঘর্ষিক পাওয়া গেছে। এজন্য তাঁর প্রার্থীতা বাতিল করেছে মনোনয়ন বোর্ড। তিনি নির্বাচনী আপিল বোর্ডে আপিল করেছেন। আপিল বোর্ড যদি তাঁর প্রার্থীতা ফিরে দিলে তিনি নির্বাচন করতে পারবেন।’