
নওগাঁ শহরে বিএনপির উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দলটির নেতাদের দাবি, “শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়কে” স্বাগত জানাতে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সোমবার রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠুর নেতৃত্বে তাজের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে একই স্থানে পথসভায় সমাপ্ত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।