
নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়ালকে বিদায় সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেসক্লাব।
গতকাল রোববার রাতে জেলা প্রশাসকের বাস ভবনে নওগাঁ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বিদায়ী জেলা প্রশাসকের হাতে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রউফ পাভেল, দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ জিসান প্রমুখ।
বিদায়ী অনুষ্ঠানে জেলা প্রশাসক নওগাঁর গণমাধ্যম কর্মীদের প্রশংসা করে বলেন, আমার সময়ে নওগাঁর সাংবাদিকেরা দ্বায়িত্বশীল ভূমিকা রেখেছে। জেলার উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের এভাবেই কাজ করে যেতে হবে।