
নওগাঁয় ইসলাম ও সাধারণ শিক্ষার জন্য আদর্শ প্রতিষ্ঠান নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অফিস সহায়ক মো: মোস্তাফিজুর রহমানের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা দুপুর ২:৩০ মিনিটে মাদ্রাসার মিলনায়তনে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ পি এম আদম আলী। বিদায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপধ্যক্ষ মো: জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: আমিমুল ইহসান শিবলীসহ প্রমূখ।
বিদায়ী অফিস সহকারী মোস্তাফিজুর রহমান অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাকাল থেকে চাকুরীরত ছিলেন। অবসর জনিত কারনে তাঁকে মাদ্রাসা থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠান প্রধান মোস্তাফিজুর রহমানের হাতে অর্থ, ধমীয় পোশাক ও ধর্মীয় বই তুলে দেন।