
নওগাঁ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ইকরতাড়া গ্রামের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। মিঠু বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এ দেশের সর্বজনীন উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে বিএনপি সব সময় সম্প্রীতি, শান্তি ও সহমর্মিতার রাজনীতি করে আসছে। তিনি পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন। এ সময় স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতারা বিএনপি নেতার এ উদ্যোগকে স্বাগত জানান এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নূর-ই-আলম মিঠুর সঙ্গে ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীদুজ্জামান সাঈদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. নূরুল ইসলাম বাবু এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।