
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের দুই দিন পর গ্রামের একটি পুকুরে মমতা আক্তার মিম (৯) নামের এক স্কুলছাত্রীর লাশ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
মমতা আক্তার মিম উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলাম ও আশা খাতুন দম্পতির সন্তান। তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো সে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মিম গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে আরম ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে স্বজনদেন পক্ষ থেকে ওই দিন সন্ধ্যায় নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ দিকে আজ শনিবার বিকেল ৩টার দিকে স্কুলের পাশে একটি পুকুরে মিমের লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থী মিমের লাশ ফুলে গেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। কীভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।