
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির, পত্নীতলা উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ১টায় নজিপুর সরকারি কলেজে উক্ত কুরআন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা সভাপতি জনাব আব্দুর রাকিব। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা হারুনুর রশিদ ও আখতার ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সভাপতি আকরাম হুসাইন।
প্রধান অতিথি আব্দুর রাকিব বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন বিতরন করেছি। কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির শুধু সংগঠন নয়, এটি একটি আদর্শচর্চার কেন্দ্র। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী কুরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করুক এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হয়ে উঠুক।”অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে কুরআন বিতরণ করেন এবং আল্লাহর বাণী চর্চার মাধ্যমে জীবন গঠনের আহ্বান জানান।