
পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতাঃ
“সুস্থ্য দেহ, সুন্দর মন—ঈমানি চেতনায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে আমাইপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (৪৭-নওগাঁ-২) এমপি পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কৃষ্ণপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আকতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা যুব সভাপতি সোহেল রানা, সেক্রেটারি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ প্রমূখ।
খেলায় ৮নং ওয়ার্ড টিম চ্যাম্পিয়ন এবং ২নং ওয়ার্ড টিমকে রানার্সআপ হয়।