
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার ফোকান্দা পূর্বপাড়া মাঠে অনুষ্ঠিত হলো বর্ণিল আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫। সোমবার (১৭ নভেম্বর) নির্মইল যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (৪৭–নওগাঁ–২) মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। তিনি বলেন, “ক্রীড়া মানুষের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল মকিম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ উজ্জ্বল হোসেন, যুব সভাপতি, নির্মইল ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন যুব বিভাগের দায়িত্বশীল।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রাণবন্ত খেলায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ বিনোদনের পথে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে করা হবে।