
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে জাকিয়া আফরিন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নজিপুর সাপাহার সড়কের বালুঘা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জাকিয়া বগুড়া জেলার শাহাজানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের দিকে বালুঘা মোড় এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.দেবাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।