
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চকখলিল পৌংরইল গ্রামে রাতের আঁধারে ৯৩ শতাংশ জমির ওপর গড়ে ওঠা মূল্যবান ‘ব্যানানা ম্যাংগো’ জাতের প্রায় সাড়ে তিনশ’ আমগাছ কেটে ধ্বংস করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। ক্ষতিগ্রস্ত বাগানটির মালিক সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের ছেলে কৃষক হাবিবুল্লাহ।
কৃষক হাবিবুল্লাহ জানান, গত বছর এই বাগান থেকে তিনি প্রায় ৭ লক্ষ টাকার আম বিক্রি করেছিলেন। বহু বছরের পরিশ্রমে তৈরি এই বাগানটি ছিল পরিবারের প্রধান আয়ের উৎস। ঘটনাস্থলে এসে কাটা পড়ে থাকা শত শত গাছ দেখে তিনি হতবাক। তিনি বলেন, “৯৩ শতাংশ জমির সাড়ে তিনশ’ আমগাছ কেটে দেওয়া হয়েছে। মাথায় হাত, কিছুই বুঝতে পারছি না—গাছের সঙ্গে এ ধরনের শত্রুতা কেন
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ বছরের দখলীয় সম্পত্তির ওপর তৈরি এই বাগানটি সোমবার গভীর রাতে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মুনতাসীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বাগানটি পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে এবং এ ঘটনায় কৃষি অফিস একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রস্তুত করবে।
এদিকে, স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে ৫ জন পরিচিতি যুক্ত অভিযুক্ত এবং অজ্ঞাত আরও ১৫ জনের নাম উল্লেখ রয়েছে। পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।