
ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে নির্বাচনী রূপ দেবে। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, “দলীয় ঐক্য ও সংগঠনের গতিশীলতা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। আসন্ন নির্বাচনে রাণীনগরের বিএনপি হবে ঐক্যবদ্ধ ও সচল।”
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল আলম লিটন ও সাকাওয়াত হোসেন।
সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহাক আলী। তিনি বলেন, “আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতি করি। তাই আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।”
বর্ধিত সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ছাড়াও আগামী নির্বাচনের প্রস্তুতি, যোগাযোগ ও দলীয় কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করা হয়।