
নওগাঁর সাপাহার উপজেলার একটি খাল থেকে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পিছলডাঙ্গা গ্রামের দক্ষিণে একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৭৩)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি গতকাল বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
স্থানীয় বাসিন্দা ও সাপাহার থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন নুরল ইসলাম। বেলা বাড়লেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বুধবার সারাদিন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন। আজ সকাল ৭টার দিকে গ্রামের দক্ষিণে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি খালের পানিতে হাত-পা বাঁধা অবস্থায় নুরুলের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খালের পানিতে ফেলে দিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।