
নাটোরের হয়বতপুরে থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালক। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর পল্লী বিদ্যুৎ অফিস এলাকার নাটোর–ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বনপাড়া থেকে নাটোরগামী আরেকটি ট্রাক এসে পিছন দিক থেকে জোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সামনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়ে চালক ও হেলপার।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের সামনের অংশ কেটে ভেতর থেকে হেলপারকে মৃত অবস্থায় এবং চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠান।
ওসি জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে নিহত ও আহত দুজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের কাজ চলছে। এ ঘটনার পর সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।