
পাবনা সংবাদদাতাঃ
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং শহরের আলোচিত ‘চাকী বাড়ি’ মদের বারের মালিক প্রলয় চাকীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর ভাষ্যমতে, প্রলয় চাকী রাজনীতির আড়ালে প্রভাবশালী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যদিও রহস্যজনকভাবে দীর্ঘ সময় তিনি মামলার আওতার বাইরে ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তার মালিকানাধীন ‘চাকী বাড়ি’ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয়রা তার গ্রেপ্তারের দাবিতে একাধিকবার আন্দোলন ও বিক্ষোভ মিছিল করে।
প্রলয় চাকীর একটি বর্ণিল অতীত রয়েছে। ৯০-এর দশকে তিনি এবং তার ভাই মলয় চাকী দেশবরেণ্য কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে গান গেয়ে তারা দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। তবে পরবর্তী সময়ে সংগীত ছেড়ে তিনি রাজনীতি ও মদের ব্যবসায় জড়িয়ে পড়েন।
বর্তমানে এই গ্রেপ্তারের খবরে পাথরতলাসহ পাবনা শহরজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে তার উপযুক্ত বিচার দাবি করেছেন।