
সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর ও মালশাপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে ডিজে লাইট জ্বালানো ও সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত দুই মহল্লার সীমান্তবর্তী কাটাওয়াবদা মোড়ে এ সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষই ডিজে লাইট জ্বালিয়ে এবং উচ্চস্বরে গান বাজিয়ে একে অপরের ওপর চড়াও হয়। ঘটনাস্থলে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত কয়েকজন আহত হন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, সংঘর্ষের সূচনা অনেক আগের ঘটনাকে কেন্দ্র করে। গত মাসে হোসেনপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল খেলায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ১৪ নভেম্বর ক্রসবার বাঁধ এলাকার একটি চা–স্টলে চা পান করা নিয়ে হোসেনপুরের সুমন হোসেন ও মালশাপাড়ার মুছা আহম্মদের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, এরপর থেকেই দুই মহল্লার মধ্যে উত্তেজনা চলছিল। তার ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সাউন্ড বক্স ও সার্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।