
রংপুর সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার দৌরাত্ম্যে পরিবেশ ও জনজীবন আজ চরম হুমকির মুখে পড়েছে। ইটভাটার আগুনে পুড়ছে ফসলি জমি, জ্বলছে মাটি।
এতে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা, একই সঙ্গে জনদুর্ভোগে পড়েছে এলাকার সাধারণ মানুষ।অবৈধ ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও দুর্গন্ধযুক্ত গ্যাসে বাতাস মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
এতে গাছপালা, পশুপাখি ও ফলজ সম্পদ ক্ষতির মুখে পড়ছে। নষ্ট হয়ে যাচ্ছে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। পাশাপাশি সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও ব্রিজও ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার অধিকাংশ ইটভাটারই নেই বিএসটিআই অনুমোদন, পরিবেশ
অধিদপ্তরের ছাড়পত্র কিংবা জেলা প্রশাসনের অনুমতি।
নিয়মনীতি উপেক্ষা করেই দিনের পর দিন অবাধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসব অবৈধ ইটভাটা।এদিকে অবৈধ ইটভাটা উচ্ছেদে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করে এড়িয়ে যান। এতে এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে,তাহলে কি কোনো প্রকার আর্থিক লেনদেনের বিনিময়ে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
এলাকাবাসী দ্রুত অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।