
রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে এবং বালুবাহী তিনটি ট্রাক্টর জব্দ করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত হাজীরহাট থানাধীন পূর্ব জগদীশপুর এলাকায় মোঃ জহুরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম মিয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর থামিয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই মোঃ হামিদুল ইসলাম (৪২), মোঃ সুমন আহমেদ (২৫), কবির হোসেন (২২) ও মোঃ রবিউল ইসলাম (২৩)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই হাজীরহাট থানার বাসিন্দা।
অভিযানকালে বালু পরিবহণে ব্যবহৃত তিনটি ট্রাক্টর জব্দ করা হয়। এর মধ্যে দুটি লাল রঙের মাহিন্দ্রা (MAHINDRA) ৫৯৫ডিআই মডেল এবং একটি নীল রঙের আইশার (EICHER-480) মডেলের ট্রাক্টর রয়েছে।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় হাজীরহাট থানায় মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কোনো ভিকটিম নেই এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।