
সাগর মিয়া,রংপুরঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন কর্মসূচি পালন করছেন এক তরুণী। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।
অনশনরত তরুণীর নাম সাদিয়া আক্তার মিম (২০)। তিনি কাউনিয়া উপজেলার মালিপাড়া, বরুয়াহাট এলাকার মোঃ মোস্তফার মেয়ে। তরুণীর অভিযোগ, একই এলাকার মোঃ মতিন মিয়ার ছেলে মনিরুল ইসলাম মিঠু (২৪)র সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল।
ওই সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দেওয়া হয়। সাদিয়ার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে ফেলা হয়। কিন্তু বর্তমানে বিয়ের প্রসঙ্গ উঠলেই মনিরুল ইসলাম মিঠু ও তার পরিবার বিষয়টি অস্বীকার করছে। এতে তিনি চরম অনিশ্চয়তা ও সামাজিক সংকটে পড়েছেন বলে অভিযোগ করেন।
ন্যায়বিচার ও বিয়ের দাবিতে রোববার সন্ধ্যায় তিনি মনিরুল ইসলাম মিঠুর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। অনশনরত অবস্থায় সাদিয়া আক্তার মিম বলেন, “আমি কোনো অন্যায় করিনি। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে।
আমি শুধু ন্যায়বিচার চাই।” এদিকে অভিযুক্ত মনিরুল ইসলাম মিঠুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা আলোচনা চলছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছেন।