
সাগর মিয়া,রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ২৫ মিনিটে হাজীরহাট থানাধীন মন্থনা ভাংডির পাড় এলাকার একটি পানি উত্তোলনের সেচ পাম্পের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুর-এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে জুয়া খেলার আসর থেকে গ্রেপ্তার করা হয় মোঃ মাহাবুল হক (৩৩) ও মোঃ জাহেদুল ইসলাম (৪৫)।
তারা উভয়েই মন্থনা (টেনারী পাড়া) এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৯/২৬, তারিখ ১৯/০১/২০২৬ খ্রি. ধারা ৯৩, রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
হাজীরহাট থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান, পুলিশ কমিশনারের নির্দেশনায় মাদক ও জুয়া বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে জুয়া ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।