
সাগর মিয়া, রংপুরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার পক্ষে কাউনিয়ায় সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উদ্যোগে এক বিশাল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র তপিকল বাজারে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন।
এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগ ও শোডাউনে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে তপিকল বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে সাইদুল ইসলাম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছেন।” তিনি আরও বলেন, “এলাকার বেকার সমস্যা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে সংসদে পাঠাতে পারলে জনগণের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।”