
সাগর মিয়া, রংপুরঃ
রংপুরের কাউনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার সারাই ইউনিয়নের উয়ন নায়ারন মাছহাড়ি চেয়ারম্যান পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার সরোয়ার আলম ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের চলমান হত্যাচেষ্টা মামলায় সরোয়ার আলমের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রয়েছে। বিকেলে আরপিএমপি কোতয়ালী থানা ও হারাগাছ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, “হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি সরোয়ার আলমকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।” ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।