
সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মহানগর শাখায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
নবঘোষিত কমিটিতে পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী কাওছার জামান সাগরকে আহ্বায়ক এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান কবীরকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সদস্য সচিব ইমরান কবীর বলেন, পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করবে নবগঠিত কমিটি। রংপুর সিটি কর্পোরেশনের পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও কারমাইকেল কলেজের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, রংপুর মেডিকেলের দুর্নীতি দমনসহ ছাত্রবান্ধব নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখতে চাই। তিনি আরও তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং শ্যামপুর চিনি কল পুনরায় চালুর দাবি জানান।
আহ্বায়ক কাওছার জামান সাগর বলেন, রংপুর মহানগরের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শক্ত ভূমিকা রাখবে নতুন কমিটি।