
সাগর মিয়া, রংপুরঃ
রংপুরের কাউনিয়ায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গোপিডাঙ্গা মৌলভীবাজার খেলা কমিটি ও গোপিডাঙ্গা মৌলভীবাজার অটো মালিক সমিতির উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। দর্শনার্থীদের উচ্ছ্বাস, ঢাক-ঢোলের শব্দ আর প্রতিযোগীদের তীব্র লড়াই মিলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হারাগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ। সভাপতিত্ব করেন ভীষণ শোরুমের স্বত্বাধিকারী মো. সোহেল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জামাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম সদরুল, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস. আর. সোহেল, হেমায়েতুল ইসলাম প্রত্যাশা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
রোমাঞ্চকর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘একাত্তরের বিজয়’, আর দ্বিতীয় স্থান অর্জন করে ‘আদর্শ এক্সপ্রেস’ দল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার একটি ছাগল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এ বছরও নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকায় আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয় এবং এ আয়োজন আগামীতে আরও বিস্তৃত পরিসরে করার পরিকল্পনা রয়েছে।