
সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সারাই পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিসি ক্রাইমের নির্দেশনায় ও অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আব্দুর রহমানের নেতৃত্বে হারাগাছ থানা পুলিশের একটি টিম এলাকায় টহলরত অবস্থায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন তথ্য পায়। তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন— মোঃ খেলাল মিয়া (৫২), মোঃ এনামুল হক (৩৭), মোঃ শরিফুল ইসলাম (৩৬) এবং মোঃ নাহিদ হাসান (২৫)। তল্লাশিতে মোঃ খেলাল মিয়ার শার্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ও একটি বাটন ফোন, এনামুল হকের প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৩,২৭০ টাকা, শরিফুল ইসলামের পকেট থেকে ৭ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন, এবং নাহিদ হাসানের পকেট থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি APACHE RTR 160 CC মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মোট ৩৫ পিস ইয়াবা, তিনটি বাটন মোবাইল ফোন, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকায় স্বাক্ষর নেওয়া হয়।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ব্যবসা করে আসছে। ঘটনার পর হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা (মামলা নং–০২, তাং–০২/১২/২০২৫) রুজু করা হয় এবং গ্রেফতারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।