
সাগর মিয়া, রংপুরঃ
রংপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও সংক্ষিপ্ত মানবাধিকারকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ট্রাস্ট বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকালে এসব কর্মসূচি পালিত হয়। সকালে নগরীর ডিসি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত মানবাধিকারকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন। এতে অংশগ্রহণ করেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আইনুল হক, নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান (বিদ্যুৎ) ও আবু মুসা সোহেল।
এছাড়াও মানবাধিকারকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি তাজিদুল ইসলাম (অবসরপ্রাপ্ত সার্জেন্ট), সদস্য মোঃ লিটন মিয়া ও সোহেল রানা প্রমুখ। সমাবেশে বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্থাটির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, মানুষের মৌলিক অধিকার রক্ষা, আইনি হয়রানি প্রতিরোধ এবং একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ট্রাস্ট বাংলাদেশ আগামীতেও আরও সোচ্চার ভূমিকা পালন করবে। এ সময় বক্তারা মানবসেবামূলক কার্যক্রম জোরদার করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।