
সাগর মিয়া, রংপুরঃ
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য সাইকেল র্যালীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালীর উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এ.টি.এম আজহারুল ইসলাম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সকাল থেকেই বদরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তরুণ সাইকেল র্যালীতে অংশ নেন। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও বিজয় দিবসের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাইকেল র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীর উদ্বোধনী বক্তব্যে এ.টি.এম আজহারুল ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ গৌরবের দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই বিজয় আমাদের গর্বের, আত্মমর্যাদার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়া। আজ সেই চেতনা বাস্তবায়নে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখাই হবে বিজয় দিবসের প্রকৃত শিক্ষা।
এ.টি.এম আজহারুল ইসলাম বলেন, তরুণরাই জাতির সবচেয়ে বড় শক্তি। সাইকেল র্যালীর মতো সুস্থ ও সচেতনতামূলক আয়োজন তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অনৈতিকতা থেকে দূরে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বদরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবসকে অর্থবহ করে তুলতে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সাইকেল র্যালীটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় সচেতন মহল এই আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।