
বেরোবি কাম্পাস সংবাদদাতাঃ
সময়ের পরিক্রমায় ১৪ বছরে পা রেখেছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি হেয়াত মামুদ ভবনের সামনে এসে শেষ হয়। এ সময়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং একই বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দ এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিশাখা সাহা বলেন, আমাদের এই বিভাগ নিয়ে যা-ই বলি না কেন, “কম” বলা হবে। বিভাগে আসার পর থেকে বিভাগের সব কিছুকে আমরা নিজের মাঝে ধারণ করতে পেরেছি।
তবে বিভাগের ল্যাব সংকট নিয়ে কিছুটা হতাশার সুরে তিনি জানান, আমাদের বিভাগে একটি মিডিয়া ল্যাব থাকলেও সেখানে টেকনিশিয়ানের সংকট রয়েছে। ফলে সেখানে হাতে-কলমে শেখার সুযোগ হতে বঞ্চিত হচ্ছি আমরা। উক্ত সংকটগুলো কাটিয়ে উঠলে বিভাগটির আরো উন্নতি হবে বলে মনে করেন এই শিক্ষার্থী।
শোভাযাত্রায় অংশ নিয়ে বিভাগের সদ্য সাবেক হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিধান রায় বিক্রম বলেন, বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। তাঁর বিশ্বাস, বিভাগটি মিডিয়া, যোগাযোগ এই বিষয়গুলো নিয়ে কাজ করায় বিদ্যমান সীমাবদ্ধতাগুলো কাটিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে একসময়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান মিডিয়া ল্যাবের কার্যক্রম চালুর বিষয়ে বলেন, বিভাগে একটি ডিজিটাল টেলিভিশন ল্যাব আমরা আগেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, কিন্তু টেকনিশিয়ানের অভাবে সেটি চালু করা সম্ভব হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, তারা এটি নিয়ে কাজ করছে।
বিভাগীয় ছাত্র সংসদ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটি জার্নালিজম স্টুডেন্ট ফোরাম রয়েছে। আমাদের বিভাগের সকল আয়োজন আমরা এর মাধ্যমেই করে থাকি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পরেই বিভাগীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, ২০১২ সালের ২১ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় প্রতিষ্ঠিত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বর্তমানে নয়জন শিক্ষক ও প্রায় ২৫০ জন শিক্ষার্থী নিয়ে বিভাগটি পরিচালিত হলেও শ্রেণিকক্ষ, শিক্ষক ও ল্যাব সংকট এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিভাগটি।