
সাগর মিয়া, রংপুরঃ
চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান তিনি।
সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আবু সাঈদের আত্মত্যাগ ও সাহসের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন তার ছেলে হত্যার বিচার দাবি করেন। তারেক রহমান পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ন্যায়বিচারের দাবি আদায়ে বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওয়ানা দেন বিএনপি চেয়ারম্যান।
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তিনি কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য দেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে তারেক রহমান সড়কপথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় জনসভায় যোগ দেন।