
বিশেষ প্রতিনিধি, রংপুরঃ
রংপুর-৩ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে এডভোকেট মাহফুজ উন নবী ডনের নাম আলোচনায় এসেছে প্রবলভাবে। তাঁর চূড়ান্ত মনোনয়নের দাবিতে গতকাল রংপুর নগরীতে অনুষ্ঠিত হয় এক বিশাল গণমিছিল।
ঐতিহাসিক জিলা স্কুল মোড় থেকে শুরু হওয়া এই মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। এতে অংশ নেন হাজারো সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমজীবী ও পেশাজীবী—যারা “ধানের শীষের জয় হোক”, “রংপুর চায় ডন ভাই” ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, এডভোকেট মাহফুজ উন নবী ডন একজন মাঠের নেতা—যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। এক স্থানীয় ব্যবসায়ী জানান, “ডন ভাই আমাদের সুখ-দুঃখের সাথী। তাঁর হাতেই আমরা ধানের শীষের বিজয় দেখতে চাই।” তরুণ প্রজন্মের অনেকেই তাঁকে সততা ও পরিবর্তনের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।
স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন, রংপুর-৩ আসনে বিএনপি’র জনসমর্থন আরও বাড়াতে হলে মাহফুজ উন নবী ডনকে প্রার্থী করা জরুরি। তাঁরা দাবি করেন, দলের দুর্দিনে যিনি পাশে ছিলেন, তিনিই আজ নেতৃত্বের জন্য যোগ্য।
শাপলা চত্বরে সমাবেশে বক্তারা বলেন, “এই জনসমাগমই প্রমাণ করে—রংপুর পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন মাহফুজ উন নবী ডন।”
এখন রংপুরবাসীর মুখে একটাই প্রশ্ন—ধানের শীষের প্রতীক কি উঠবে মাহফুজ উন নবী ডনের হাতে?