
বিশেষ প্রতিনিধি, রংপুরঃ
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ, অতিরিক্ত টাকা আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক সেবাগ্রহীতা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।
অভিযোগকারীরা দাবি করেছেন—ইউনিয়ন ভূমি অফিসে জমির খারিজ, নামজারি, খাজনা প্রদান কিংবা রেকর্ড সংশোধন—যে কাজই হোক, “টাকা ছাড়া কোনো ফাইল এগোয় না।” অভিযোগে উল্লেখ আছে—শিবু মৌজার জে.এল. নং ৬০, আর.এস. খতিয়ান নং ৭০৫ এর দাগ ৭০৮৮ এর জমির উন্নয়ন কর সমন্বয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা সমন্বয় বাবদ ৫ হাজার টাকা দাবি করেন। পরে অভিযোগকারীর কাছ থেকে নগদ ৩ হাজার টাকা নেওয়ার পর ১ হাজার ৬১ টাকা খাজনা রশিদ প্রদান করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাগ্রহীতা দাবি করেন, মৌখিকভাবে একটি অংক বলা হয়, কিন্তু রশিদে দেখানো হয় কম টাকা, আর বাকি টাকা ব্যক্তিগতভাবে আদায় করা হয়।
এ বিষয়ে কুর্শা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু বলবো না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদের সঙ্গে কথা বলুন।”
অভিযোগের বিষয়ে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”