
রংপুর মহানগরীর হারাগাছ থানা পুলিশের বিশেষ অভিযানে ধুমগাড়া দালালহাট ব্রিজসংলগ্ন এলাকায় পলাতক মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ওরফে টাংরু (৪৫)-এর বসতবাড়ি থেকে ৮১ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২:৩৫ দিকে এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে টাংরু পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর তার শয়নকক্ষের চৌকির ওপর ফেলে যাওয়া সাদা এবং নীল রঙের দুইটি পলিথিন ব্যাগ তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৫৮ গ্রাম শুকনো গাঁজা এবং আরেকটি ব্যাগে কাগজে মোড়ানো ১১ পুড়িয়া মোট ২৩ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে মোট ৮১ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১,৬২০ টাকা। সাক্ষীরা জানান, পলাতক আসামি টাংরু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে যুব সমাজকে বিপথগামী করে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় টাংরুর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে হারাগাছ থানা পুলিশ এবং পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।