নওগাঁ ধামইরহাট উপজেলায় রাস্তা থেকে শাহাদাত হোসেন (২৮) নামে একজন যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০ টায় ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের উপজেলার ধানতাড়া এলাকার মোড়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হসেন পাশ্ববর্তী ফতেপুর এলাকার মো. খোকার ছেলে। সে আমাইতাড়া বাজারে বাসস্ট্যান্ডের সামনে মোবাইল ফোনের বিভিন্ন এক্সেসরিজের ব্যবসা করতেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, রাস্তার পাশে মরদেহ টি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন যায়গার ক্ষত দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। আইনি পক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে স্থানান্তর করা হবে।