
রুপালি পর্দায় নায়কের হাতে খলনায়কের পরাজয়, এ দৃশ্য সিনেমাপ্রেমীদের কাছে বেশ পরিচিত। কিন্তু এবার সেই দৃশ্য ঘটল বাস্তবে! সেটিও দূর দেশে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এক ফ্রেমে হাজির চার নায়ক আর এক কিংবদন্তি খলনায়ক দৃশ্যটি যেন ঢাকাই সিনেমার জীবন্ত প্রতিচ্ছবি।
চিত্রনায়ক জায়েদ খানের উদ্যোগে নিউ ইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত হয় এই বিশেষ মিলনমেলা। সেখানে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আমিন খান, আলেকজান্ডার বো, মামুনুন ইমন এবং খল ভূমিকায় কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ।
জায়েদ খান জানান, “আমরা নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজে একসঙ্গে বসার পরিকল্পনা করি। সবাই এসেছিলেন আমিন ভাই, বো ভাই, ইমন ও শরীফ ভাই। আড্ডা, গল্প আর পুরোনো দিনের স্মৃতিচারণে দারুণ সময় কেটেছে।”
মিলনমেলার বিশেষ আকর্ষণ ছিল একটি প্রতীকী ফটোশুট। সেখানে ঢাকাই সিনেমার চেনা ছক মেনে চার নায়ক মজার ছলে খলনায়ক আহমেদ শরীফকে ঘিরে ধরেন। হাস্যরস ও বন্ধুত্বের মেলবন্ধনে গড়া সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয় আয়োজক জায়েদ খানের তত্ত্বাবধানে।
জায়েদ খান বলেন, “শরীফ ভাই রাজি ছিলেন বলেই এমন ছবি তোলা সম্ভব হয়েছে। অনেকটা সিনেমার শেষ দৃশ্যের মতো লাগছিল। তবে এটি নিছক আনন্দের অংশ, সবার সম্মতিতে তোলা হয়েছে।”
নিউ ইয়র্কে প্রবাসী শিল্পীদের এই মিলনমেলা ঢাকাই চলচ্চিত্রপ্রেমীদের মনে জাগিয়েছে পুরোনো দিনের নস্টালজিয়া ও বন্ধুত্বের উষ্ণতা।