
বছরখানেক বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এবার ফিরছেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে। বুধবার (১৫ অক্টোবর) জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার উন্মোচন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
পোস্টারে মাহিয়া মাহিকে নতুন লুকে দেখা গেছে, যেখানে তাকে কেন্দ্র করেই পুরো গল্প এগোবে। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অন্তর্যামী’ একটি লেডি অ্যাকশন সিনেমা, যেখানে কোনো নায়ক থাকবে না। জাজের ভাষায়, “এটা ‘অগ্নি ২’-এর পরের গল্প ভাবা যেতে পারে, তবে এটি ‘অগ্নি’ নয়। ‘অন্তর্যামী’ হবে এক নারীর বেঁচে থাকার লড়াই—একটি সারভাইভাল স্টোরি।”
ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির, যিনি এর আগে পাষাণ ও তালাশ এর মতো আলোচিত সিনেমা পরিচালনা করেছেন। তবে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখনই কিছু বলতে চাই না। সবকিছু জাজ মাল্টিমিডিয়া জানে।”
অভিনয়ে বিরতির সময় মাহি রাজনীতিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। নির্বাচনে পরাজয়ের পর আবার চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি।
বর্তমানে মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। ‘অন্তর্যামী’র পোস্টার ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, “আমি অপেক্ষা করছি ক্যামেরার সামনে ফেরার জন্য। এবার ফিরছি নতুনভাবে, নতুন শক্তিতে।”
প্রযোজনা সূত্রে জানা গেছে, শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন—দীর্ঘ বিরতির পর কেমন চমক নিয়ে ফিরছেন পর্দার মাহিয়া মাহি।