 
    
চিকিৎসকদের পর্যবেক্ষণে আরও এক সপ্তাহ, পরিবার জানালো আগের চেয়ে কিছুটা ভালো আছেন
টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে অন্তত আরও এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত তিনি বাসায় ফেরার মতো অবস্থায় নেই।
অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানিয়েছেন,
হাসান মাসুদের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তারা জানিয়েছেন, এটি আসলে ‘স্ট্রোক’ নয়। কিছু রক্তজনিত জটিলতা ধরা পড়েছে, যার চিকিৎসা চলছে।”
তিনি আরও বলেন, ুচিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন অন্তত ৭ থেকে ৮ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
একসময় টেলিভিশনের ধারাবাহিকে পরপর জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন হাসান মাসুদ।
কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে গত কয়েক বছর ধরে তিনি ছিলেন কিছুটা আড়ালে। সম্প্রতি শোনা যায়, তিনি নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন।