
পপ সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে তার বায়োপিক ‘মাইকেল’-এর টিজার। বৃহস্পতিবার রাতেই প্রকাশিত হয় এক মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার, যা প্রকাশের পরই সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে।
টিজারে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে টিজারটি দেখা হয়েছে প্রায় ৩০ মিলিয়ন বার। ভক্তরা বলছেন, জাফারের পারফরম্যান্সে যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছেন কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসন।
বিশেষ করে টিজারের সেই অংশ, যেখানে জাফার মুনওয়াক ও ‘থ্রিলার’-এর আইকনিক নাচ পুনরায় ফুটিয়ে তুলেছেন— মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। অনেক ভক্ত লিখেছেন, রক্তও কথা বলে, জাফার যেন মাইকেলের ছায়া!”
‘মাইকেল’ কেবল একজন শিল্পীর সাফল্যের গল্প নয়; এতে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের সংগ্রাম, মানসিক যাত্রা, পারিবারিক বন্ধন ও উত্তরাধিকার। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে ‘থ্রিলার’, ‘বিট ইট’ এবং ‘বিলি জিন’-এর মতো ক্লাসিক গানের পেছনের কাহিনিও থাকছে এতে।
টিজারের শুরুতে দেখা যায়, হেডফোনে সংগীতে নিমগ্ন মাইকেল; তারপর শোনা যায় প্রখ্যাত প্রযোজক কোয়েন্সি জোন্সের কণ্ঠ— আমি জানি, তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো…” এরপর টেপ ঘোরানো, আলো ঝলমলে মঞ্চ, আর মাইকেলের সিগনেচার পারফরম্যান্স— সব মিলিয়ে টিজারটি ভক্তদের জন্য এক নস্টালজিক উপহার।
শেষ দৃশ্যে দেখা যায়, জাফার জ্যাকসনকে ‘থ্রিলার’-এর বিখ্যাত লাল জ্যাকেটে জম্বিদের সঙ্গে নাচতে। কোয়েন্সির কণ্ঠে শোনা যায়, ভেতরে পা স্থির রাখো, আমার বন্ধু।”
বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার-মনোনীত জন লোগান। ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।
ভক্তদের মতে, এটি শুধু একটি সিনেমা নয়— বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তির পুনর্জন্ম।