
টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় আবারো আলোচনায়। তবে এবার কোনো নতুন সিনেমা বা সৃজনশীল কাজ নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজিত একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তার সঙ্গে রয়েছেন টলিউডের নবাগত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। আর এতেই শুরু হয়েছে জল্পনা—সৃজিত কি তবে আবার প্রেমে পড়েছেন?
প্রথম আলোচনার সূত্রপাত হয় কয়েক সপ্তাহ আগে, যখন সুস্মিতা নিজের ফেসবুকে সমুদ্রতীরে দাঁড়িয়ে সৃজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন—‘স্যার আঁখো পর’। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় নানা রকম গুঞ্জন। অনেকে ধারণা করেন, ছবির শুটিংয়ের পাশাপাশি তারা একান্তে সময় কাটিয়েছেন পুরীর সমুদ্র সৈকতে।
এরপর থেকেই একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে। কখনো সিনেমার প্রিমিয়ারে, কখনো পূজার উদ্বোধনী মঞ্চে—সর্বত্রই তারা জুটি বেঁধে হাজির হচ্ছেন। শুধু তাই নয়, একাধিকবার মিল পাওয়া গেছে তাদের পোশাকেও। যা দেখে অনেকেই বলছেন, সম্পর্কটা নিছক বন্ধুত্বের চেয়ে অনেক গভীর।

সর্বশেষ সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর দিনে সেই জল্পনা আরও জোরালো হলো। সোশ্যাল মিডিয়ায় সৃজিত মুখোপাধ্যায় শেয়ার করলেন নতুন ছবি। দেখা গেল, তিনি নীল রঙের পাঞ্জাবি পরে আছেন আর তার পাশে দাঁড়িয়ে থাকা সুস্মিতার গায়ে নীল শাড়ি। একেবারে মানানসই জুটি বলেই মনে হয়েছে নেটিজেনদের কাছে। ছবিতে তাদের লাজুক হাসি, একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টি—সবকিছুই যেন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। এমনকি এক ছবিতে দেখা যায়, সৃজিত সুস্মিতার ছবি তুলছেন।
এই প্রসঙ্গে গণমাধ্যমে প্রশ্ন করা হলে সুস্মিতা অবশ্য গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, “আমি আর কী বলব! আমরা দুজনে খুব ভালো বন্ধু। কয়েক দিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। এরপর কে কী বলছেন বা লিখছেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না।”

একই সুরে কথা বলেন সৃজিতও। তার মন্তব্য, “এ সময়ে দাঁড়িয়ে একটা ছবির জন্য এত কথা বলা হচ্ছে, এটা আসলেই অবাক করার মতো।”
তবে তাদের অস্বীকৃতিতে খুব একটা পাত্তা দিচ্ছেন না নেটিজেনরা। অনেকে বলছেন, শুধু বন্ধুত্বের জন্য কেউ বারবার একই পোশাকে, একই আঙ্গিকে হাজির হয় না। তাই এখনই হয়তো তারা প্রকাশ্যে কিছু বলছেন না, তবে ভেতরে ভেতরে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে বলেই অনেকের ধারণা।
টালিউডে বরাবরই সৃজিত মুখোপাধ্যায় ছিলেন বহুল আলোচিত। ব্যক্তিগত জীবন নিয়েও তাকে ঘিরে গসিপের কমতি ছিল না। পূর্বে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে রূপালি পর্দার আরও কয়েকজন তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে সর্বশেষ বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার বিয়ে হয়। সেই সম্পর্কও সময়ের সঙ্গে ফিকে হয়ে গেছে।
তাই এবার যখন নতুন অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসছে, তখন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সৃজিত। যদিও তিনি বা সুস্মিতা কারোর মুখেই সম্পর্কের স্বীকৃতি মেলেনি, তবু নেটিজেনরা বলছেন—সময়ই বলে দেবে এই সম্পর্ক আসলে বন্ধুত্বের গণ্ডি পেরোবে, নাকি স্রেফ কাজের সুবাদেই এই কাছাকাছি আসা।