
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে মিশরে আয়োজিত ‘শান্তি সম্মেলনে’ ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।
সোমবার (১৩ অক্টোবর) মিশরের জনপ্রিয় পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠিত এ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, “আজ আমরা শুধু এক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলাম না; আমরা মধ্যপ্রাচ্যের জন্য নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় শান্তিচুক্তি, যা এই অঞ্চলে শান্তির নতুন ভোর এনে দেবে।”

এ সময় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও নথিতে স্বাক্ষর করেন।
চুক্তিতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষের অস্ত্রবিরতির পাশাপাশি জিম্মি বিনিময়, মানবিক সহায়তা প্রবেশ ও পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানায়। চুক্তি কার্যকর হওয়ার পর হামাস ইতিমধ্যে ২০ জন জীবিত জিম্মি এবং কয়েকজন নিহত জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। পাল্টা উদ্যোগে ইসরায়েলও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
চুক্তি স্বাক্ষরের সময় মিশরের প্রেসিডেন্ট সিসি ট্রাম্পকে “মধ্যপ্রাচ্যের শান্তির স্থপতি” আখ্যা দিয়ে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।