
আন্তর্জাতিক ডেস্কঃ
লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী দুটি নৌকা ডুবে চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। বিষয়টি তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও নিশ্চিত করেছে।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি নৌকা দুর্ঘটনায় পড়ে। প্রথম নৌকাটিতে থাকা ২৬ জন বাংলাদেশির মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন—যাদের মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় ও আটজন শিশু।
উদ্ধারকাজে নিয়োজিত দল জীবিতদের উদ্ধার এবং নিহতদের মরদেহ তীরে আনার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করছে।
উল্লেখ্য, ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের অন্যতম বিপদজনক রুট হিসেবে দীর্ঘদিন ধরে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথটি ব্যবহৃত হয়ে আসছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি ইতোমধ্যে এক হাজার ছাড়িয়েছে, যা পথটির ঝুঁকিপূর্ণ বাস্তবতা তুলে ধরছে।