
নেপালে জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের জেরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে।
খবর—দ্য হিন্দুস্তান টাইমস।
জেন-জি বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল-এর সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ কোনো গ্রেপ্তার অভিযান পরিচালনা করেনি। এ কারণে তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
কাঠমান্ডু পোস্ট জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বারা জেলার সিমারা চকে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২টা ৪৫ মিনিটে সিমারায় কারফিউ জারি করা হয়, যা রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।
জেন-জি নেতাদের অভিযোগ, ১৯ নভেম্বরের সংঘর্ষে অভিযুক্ত সিপিএন-ইউএমএল ক্যাডারদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হয়েছে। বারা জেলায় সমাবেশ নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও জেন-জি সমর্থকরা বিক্ষোভ শুরু করলে নতুন করে সংঘর্ষের সৃষ্টি হয়।
১৯ নভেম্বর সিমারা চকের ঘটনায় ছয়জন জেন-জি সমর্থক আহত হয়েছিলেন বলেও জানা গেছে।