
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৭ আগস্ট) ভোরে হওয়া এ ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর প্রভাবে পসোসহ আশপাশের এলাকায় প্রচণ্ড কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক অবস্থান ‘রিং অব ফায়ার’ এলাকায় হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।
এর আগে ২০০৯ সালে দেশটির পাদাং এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে এক হাজার ১০০ জনের বেশি প্রাণহানি ঘটে। আর ২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে শুধু ইন্দোনেশিয়াতেই প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
সুত্রঃ রয়টার্স।