
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বহুল আলোচিত বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।‘কট ইন প্রভিডেন্স’ টেলিভিশন শোর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। আদালতে তাঁর মানবিক ও সহানুভূতিশীল রায় কোটি মানুষের হৃদয় জয় করে। সাধারণ নাগরিকদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তিনি হয়ে ওঠেন “পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক”।প্রায় তিন দশক ধরে প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে দায়িত্ব পালন করেছেন ফ্রাঙ্ক ক্যাপ্রিও। কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি মানবিকতার নজির রেখে তিনি বিচারকের আসনকে নতুন উচ্চতায় পৌঁছে দেনতাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাঁকে স্মরণ করছেন একজন ন্যায়বিচারক, শিক্ষক ও মানবিক মানুষ হিসেবে।