
ভারতের প্রবল বর্ষণে উজানের বাঁধ থেকে পানি ছাড়ায় চেনাব, রাভি ও সুতলেজ নদীতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে পাঞ্জাবজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নদীগুলোর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে সেনা মোতায়েন করা হয়েছে। কর্তারপুর মন্দিরে আটকে পড়া প্রায় ১০০ মানুষকে উদ্ধারে পাঁচটি নৌকা ব্যবহার করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেন,
‘‘বাঁধের অবকাঠামো রক্ষায় আমরা ডান পাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করেছি, যাতে পানির চাপ কিছুটা কমে।’’
পাকিস্তানের দাবি, ভারতের দিক থেকে বাঁধের জলকপাট খুলে দেওয়ায় পানির প্রবাহ হঠাৎ বেড়ে গেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করেননি। যদিও ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইরফান আলি বলেন, ‘‘১৯৮৮ সালের পর এবার পানির প্রবাহ সবচেয়ে বেশি। আজ রাত ও আগামীকাল ভোরে লাহোর দিয়ে বন্যার ঢল নামতে পারে।’’
এদিকে চলতি বর্ষায় পাকিস্তান ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত জুন থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও ভূমিধসে ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে সরকারি হিসেবে জানা গেছে।