
আত্রাই (নওগাঁ) :
"দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি"এই প্রতিপাদকের সামনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু আনাছের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশার (ভূমি) নুরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তার মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান,মুক্তিযুদ্ধোগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ সপ্তাহে প্রদর্শনীতে ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গাভী,ষাঁড়,ছাগল, মুরগী,কবুতর,পাখি,গাঁড়ল,দুম্বা,ভেড়াসহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।