
সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মহানগরের হারাগাছ থানায় পুলিশি অভিযানে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয় এবং দুইজন পলাতক রয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিসি ক্রাইমের নির্দেশনা ও হারাগাছ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হারাগাছ থানার জিডি নং ৩৪২ মূলে মাদকবিরোধী টহল ডিউটিতে ছিলেন। রাত ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কার্তিক কিশামত হাজির বাজার (বাধের পাড়) এলাকায় পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলামের বসতবাড়িতে তার স্ত্রী ও সহযোগীরা ইয়াবা ক্রয়–বিক্রয় করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করে। দুইজন কৌশলে পালিয়ে যায়।
পরে আটক আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, বসতবাড়ির উত্তর দুয়ারী টিনের গোয়ালঘরের দরজার পাশের মাটির নিচে ইয়াবা লুকিয়ে রাখা আছে। স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে সাদা পলিথিনের ভেতর থেকে মোট ১,৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসি বাজাজ পালসার মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ১০,২৯০ টাকাও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১,৪০০ পিস ইয়াবা (মূল্য ৪,২০,০০০ টাকা), বাজাজ পালসার মোটরসাইকেল (মূল্য আনুমানিক ১,১০,০০০ টাকা) নগদ ১০,২৯০ টাকা। গ্রেফতার তিনজন হলেন— ১. মোছাঃ মোর্শেদা বেগম (৪০) ২. মোঃ আসাদুজ্জামান (৩২) ৩. মোঃ জাহিদ হাসান (২১) পলাতক-১. মোঃ রাশেদুল ইসলাম (৫১) ২. মোঃ নয়ন মিয়া (৩১) ঘটনার পর হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা (নং–০৭, তাং-০৮/১২/২০২৫) রুজু করা হয়েছে।
মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ মাহাবুর রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। হারাগাছ থানা পুলিশ জানায়, পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং এলাকায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।