
ডেস্ক রিপোর্টঃ
ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। উদ্ধার হওয়া নোটগুলো সবই বাংলাদেশের ২ টাকার এবং সংখ্যা প্রায় ৬০ হাজার। মোট অর্থমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে কাস্টমস কর্মকর্তারা নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে দুই যুবককে যেতে দেখেন। থামার সংকেত দিলে তারা প্রথমে থামার ভান করলেও হঠাৎ করে মোটরসাইকেলটির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় কাস্টমস কর্মকর্তারা নিজেদের গাড়ি নিয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে ওই দুই যুবক বাংলাদেশি টাকার বাণ্ডিল রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে বাণ্ডিলগুলো উদ্ধার করে কাস্টমস বিভাগ। গণনা করে দেখা যায়, সেখানে ২ টাকার মোট ৬০ হাজার নোট রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সব নোটই একেবারে নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি।
বাংলাদেশের এত বিপুল পরিমাণ ২ টাকার নোট কীভাবে ভারতে পৌঁছাল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাইগঞ্জের পুলিশ সুপার অনুজ কুমার দাস জানান, পালিয়ে যাওয়া দুই যুবকের একজনের গায়ে ভলান্টিয়ারের জ্যাকেট ছিল। তিনি আরও বলেন, এর আগে রাইগঞ্জ এলাকায় এত বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার হওয়ার ঘটনা ঘটেনি।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং পলাতক দুই যুবককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।